অনেক দিন পর টেকটিউনস এর সব্বাইকে আন্তরিক ধন্যবাদ, আপনাদের আশীর্বাদের কারনেই আমার মা এখন অনেকটা সুস্থ, তিনি এখন একটু হাঁটতেও পারছেন। ১৮ তম টিউন এ সবার নিকট থেকে সাহায্য চেয়েছিলাম, পেয়েছিলামও। সবাইকেই আবার তা ফেরতও দিয়েছি- কারন একটা Loan করে তখনকার মত উপায় বের হয়েছিল।
যাইহোক কাজের কথায় আসি। কয়েকদিন আগে আপনাদেরকে "Office Tab Enterprise" দিয়েছিলাম, আজ Share করব "Windows Tab Manager" বার বার Windows এর Task bar এ গিয়ে Selectকরার ঝামেলা আর করতে হবেনা? যারা জানেন না -শুধু তাদের জন্য।
Internet ব্যাবহারকারী মাত্রই Mozilla Firefox, Google Chrome, Internet Explorer এর বর্তমান Tab যুক্ত User Interface সম্বন্ধে সম্যক ধারণা আছে। তাই এর সুবিধা নিয়ে বিস্তারিত বা বাড়িয়ে বলার কোনও দরকার নেই। সোজাসুজি কাজের কথায় চলে যাই।নিচে আমি এর Screenshot দিলাম, দেখে নিন।কেমন লাগছে, নিশ্চয় খারাপ না,
এর সুবিধা নিতে Download করুন এখান থেকে আর Install করে উপভোগ করতে থাকেন। মাত্র 1.49 মেগাবাইট। For 32 Bit & 64 Bit.
ভালো লাগলে টিউমেন্টস করবেন। ধন্যবাদ।
Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.